ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ১৮ মে ২০১৮

রোজার প্রথম দিনই যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায়। রাস্তায় গাড়ি চলছে অত্যন্ত ধীর গতিতে। মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে যানবাহনের সারি হয়েছে।   

এই সেতু দুই লেনের হওয়ায় এখানে এসে যানবাহনের গতি ধীর হয়ে যায় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, “অন্যান্য দিনের চেয়ে প্রথম রোজার দিনে পরিস্থিতি ভালো। রোজার কারণে চট্ট্রগাম থেকে কভার্ড ভ্যান ও ট্রাকে করে সমানে ডাল, তেল, ছোলাসহ নানা ধরনের পণ্যবাহী যান ঢাকায় প্রবেশ করছে। ফেনিতে আটকে থাকা যানগুলোও আসতে শুরু করেছে।

“এছাড়া গজারিয়া অংশে দুই প্রান্তের ‘মেঘনা’ ও ‘মেঘনা-গোমতী’ সেতু দুইটি দুই লেন এবং মহাসড়কটি চার লেন হওয়ায় যানবাহন এসে সেতু পার হতে বিলম্ব করতে হয়।”

আর এতেই বেশ কিছু দিন ধরে এই ধীরগতি বা যানজট লেগে আছে বলে তিনি জানান।   

আলমগীর হোসেন আরও বলেন, মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর পাশেই আরও দুলেন করে নতুন সেতু তৈরির কাজ এগিয়ে চলেছে। এই সেতু নির্মাণ সম্পন্ন হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

গত কয়েকদিন ধরে এই মহাসড়কে যানজট লেগে আছে। কখনও এই যনজট চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ফেনী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম, কখনও মেঘনা ও মেঘনা গোমতী সেতু, কখনও মুন্সীগঞ্জের গজারিয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে।

সড়কপথে ঢাকা-চট্টগ্রাম যেতে ৬/৭ ঘণ্টার জায়গায় ১৭/১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যায় কখনও কখনও।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি